বগুড়ার আদমদীঘিতে ইউ, এন, ও নিজেই অভিযান চালিয়ে সরকারি ভিজিএফের পাঁচ বস্তা চাল আটক করেন। জানা যায়, সোমবার দুপুরে ব্যাটারি চালিত অটো চার্জারে করে যাওয়ার সময় চালসহ এক ব্যক্তিকে আটক করেছেন। পরে ভ্রাম্যমান আদালতে চাল ক্রেতা আনোয়ার হোসেন কে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। আনোয়ার হোসেনের বাড়ি উপজেলার ডালাম্বা গ্রামে। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন রশিদ বলেন, আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি সুবিধা ভোগীদের নিকট থেকে পাঁচ বস্তা চাল কিনে সোমবার দুপুরে অটো চার্জার নিয়ে যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আনোয়ার হোসেনের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং চাল জব্দ করা হয়েছে।