বগুড়া আদমদীঘিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিন ব্যাপী আদমদীঘিস্থ দলীয় কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নওগাঁ গ্রামীণ চক্ষু হাসপাতাল, আদমদীঘি সুরমা ক্লিনিক ও আল-সাফি ডায়াগনষ্টিক সেন্টারের সহযোগিতায় প্রায় দেড় হাজার গরীব ও অসহায় নারী-পুরুষদের ফ্রি রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু পরীক্ষা করা হয়। আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মনজুআরা বেগম, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার প্রমূখ।