গত ২৩ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে MD Sokot নামক একটি আইডি থেকে পোষ্ট করা মিথ্যা ও বানোয়াট মন্তব্য লিখা একটি স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন। তিনি তার প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, ওই স্ট্যাটাসে তার বিরুদ্ধে যেসব কথা লিখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। MD Sokot নামক ওই ফেসবুক আইডি ব্যবহারকারী শত্রুতা করে চক্রান্তমূলক ভাবে সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য লিখে সমাজে তার মান সম্মান ক্ষুন্ন করেছে । তিনি ওই স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস পোষ্টকারী ও স্ট্যাটাসে বাজে মন্তব্য কমেন্টকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। ওই আইডি ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা, বানোয়াট ও ভূয়া তথ্য প্রচার করার ফলে পরিবার পরিজন নিয়ে মান সন্মান হারিয়ে হুমকীর মূখে দিনাতিপাত করছে দাবী করে আব্বাস উদ্দিন বলেন, এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ২৪ জুলাই কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।