ফেসবুকে ত্রিমাত্রিক ছবি দেওয়ার (পোস্ট করা) সুবিধা রয়েছে। এ ধরনের ছবি এত দিন দুই বা ততোধিক ক্যামেরার স্মার্টফোনেই কেবল পোস্ট করা যেত। তবে নতুন এক ঘোষণায় ফেসবুক জানিয়েছে, এখন থেকে একক ক্যামেরার স্মার্টফোন থেকেও ফেসবুক অ্যাপ ব্যবহার করে টাইমলাইনে ত্রিমাত্রিক ছবি পোস্ট করা যাবে।
অর্থাৎ, আগের চেয়ে এখন অনেক বেশি স্মার্টফোনে এল ত্রিমাত্রিক ছবি পোস্ট করার সুবিধা। আর ফেসবুক বলেছে, ব্যবহারকারীরা এখন ফোনের সামনের ক্যামেরাটি দিয়েও ত্রিমাত্রিক ছবি ধারণ করতে পারবেন।
সুবিধাটি ২০১৮ সালের অক্টোবরে প্রথম চালু করে ফেসবুক। সে সময় এ ধরনের ছবি পোস্ট করার জন্য স্মার্টফোনে কমপক্ষে একসঙ্গে দুটি ক্যামেরা লেন্স থাকতে হতো, তা ছাড়া পোর্ট্রেট মোডে ছবি তোলার সুবিধাও দরকার ছিল।
ফেসবুকের নতুন সুবিধায় ছবিতে ত্রিমাত্রিক কাঠামো তৈরিতে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে ধারণ করা ছবি ব্যবহারকারীর টাইমলাইনে কেমন দেখাবে, তারও একটি নমুনা দেখিয়েছে ফেসবুক। সূত্র: দ্য ভার্জ