কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন নব যোগদানকারী থানার অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ। তিনি গত ৯ জুলাই বৃহস্পতিবার রাতে কুলিয়ারচর থানায় যোগদান করার পর থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পুলিশ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নিচ্ছেন। অফুরন্ত ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন ওসি এ কে এম সুলতান মাহমুদ। জানা যায়, গত ৯ জুলাই বৃহস্পতিবার কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার সরকারী আদেশে জরুরী ভিত্তিতে মাদারীপুর জেলায় বদলীর আদেশ পাওয়ার সাথে সাথেই ঢাকা রেঞ্জ অফিস থেকে ইন্সপেক্টর এ কে এম সুলতান মাহমুদ কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করে রাত ১১ টার দিকে ওসি আব্দুল হাই তালুকদারের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এর পর থেকেই ওসি এ কে এম সুলতান মাহমুদকে ফুলের তোড়া দিয়ে বরণ করতে থাকে এলাকাবাসী। তিনি এমপি, মন্ত্রী কিংবা রাজনৈতিক কোন দলের নেতা নন। একটি থানার ওসি হিসেবে যোগদান করার সাথে সাথে পুলিশ, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে যে ভাবে ফুলেল শুভেচ্ছা দেওয়া হচ্ছে এতে মনে হয় নতুন ওসিকে কুলিয়ারচরবাসীর মাঝে পেয়ে সকলের প্রাণ ফিরে এসেছে।