প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২০, ১০:১৭ পি.এম
ফুলবাড়ী শাখা যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু ।
দিনাজপুরের ফুলবাড়ী শাখা যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সুমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর শাখা যমুনা নদীর বেলতলি বালুর ঘাটে এই দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানায় নদীতে মাছ ধরতে জাল ফেলতে নেমে সে আর উঠতে পারেনি।
নিহত সুমন উপজেলার রাঙ্গামাটি সোয়ানী গ্রামের মৃত সামসুল আলমের ছেলে।
নিহত সুমনের চাচাতো ভাই গোলজার হোসেন বলেন, সোমবার সকাল ১০ টায়, সুমন ও তার ছেলে আশিকসহ মাছ ধরার জন্য ফাঁশি জাল ছেড়ে দেয়ার জন্য নদীতে নামে, জাল ছেড়ে দেয়ার সময় সুমন জালের সাথে জড়িয়ে পানিতে ডুবে যায়। এসময় তার ভাতিজা আশিক চিৎকার করলে,এলাকার লোকজন ছুটে আসে সুমনকে উদ্ধার করতে ।
অনেক চেষ্টা করেও না পেরে, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন ,ততক্ষনে সুমন পানিতে তলিয়ে গেছে । খবর পেয়ে ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্ধার কর্মিরা নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে ।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ঘটনা স্থলটি অতিগভির হওয়ায়, তিনি রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে খবর দিলে ওই দলটিসহ ফুলবাড়ী ফায়ার সার্ভিস টিম টানা ৪ ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে সুমনের লাশ উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির উস্থিতিতে তার পরিবারেরর নিকট লাশ হস্তান্তর করেন বলে তিনি জানিয়েছেন।
dainikajkermeghna.com