মোঃ এহসান প্লুটো,(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে হানাদার মুক্ত দিবস পালন ও মুক্তিযোদ্ধাদের পুনঃমিলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ৪ ডিসেম্বের ফুলবাড়ী মুক্ত দিবস উপলক্ষে পৌর শহরের নিমতলা মোড়ে মুক্তিযোদ্ধা সংসদের নবনির্মিত ভবনের সামনে থেকে একটি বিজয় শোভাযাত্রা বের হয়, শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে কমপ্লেক্স চত্তরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার (দ্বায়িত্বপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মিঞা আশিষ বিন হাসান। অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকছেদ আলী শাহ,সাবেক ডিপুটি কমান্ডার এছার উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, আবুল কাশেম আকন্দসহ বিভিন্ন স্থরের মুক্তিযোদ্ধা কমান্ডারগণ। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।