এহসান প্লুটো,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে মৌমাছির আক্রমনে অরুণ বাবু (৪৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। মৃত অরুণ বাবু(৪৫) উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের বাজার এলাকার জগন্নাথ বাবুর ছেলে।
খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক ও প্রত্যক্ষদর্শীরা জানায়,অরুণ বাবু স্থায়ীভাবে বসবাসরত মাদিলাহাট থেকে পিত্রালয়ে স্ত্রীসহ (খয়েরবাড়ী বাজার) বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসলে,বিয়ে বাড়ির পাশে জনৈক কোবাদ হোসেনের বাড়ির সাথে গাছে থাকা একটি মৌমাছির চাক থেকে অসংখ্য মৌমাছি হঠাৎ করে ছুটে এসে তাকে আক্রমণ করে । এতে সে গুরুত্বর অসুস্থ্য হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এবিষয়ে বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ্ আব্দুল কুদ্দুস এর সাথে কথা বললে,ভ্যান চালক অরুন বাবুর মৌমাছির আক্রমনেই মৃত্যু হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার তার শেষকৃর্ত সম্পন্ন হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।