এহসান প্লুটো,ফুুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
“মুজিব বর্ষের অঙ্গীকার,সুরক্ষিত ভোক্তা অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার র্যালি ও অলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের অয়োজনে ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহযোগিতায় সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে এক সচেতনতা মুলক র্যালি বের করা হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ এটিএম হামিম আশরাফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ক্যাব এর সদস্য নাজিম উদ্দিন মন্ডল,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব শিক্ষক আব্দুল আলিম,জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সোহান,উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ হাসানুল মবিন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল প্রমুখ।