গত শুক্রবার (১০ এপ্রিল) দৈনিক আজকের মেঘনা অনলাইন নিউজ পোর্টাল এ "কুলিয়ারচরে এক মসজিদ কালেকশানের টাকা জরিমানা করে নিয়ে গেল ইউএনও! প্রতিবাদে বিক্ষোভ" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে সারাদেশে তোলপার সৃষ্টি হলে বিষটি কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া'র নজরে আসে। পরে তিনি নিজ উদ্যোগে এগিয়ে এসে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী'র সাথে আলাপ আলোচনা করে রোববার (১২ এপ্রিল) বিকালে উপজেলার দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়া গ্রামে ওই পাঞ্জাখানা মসজিদ প্রাঙ্গনে গিয়ে এলকাবাসীর সাথে বিষয়টি আপোষ মিমাংসা করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাকৃত মসজিদের দানের ৫৩৩৬ টাকার পরিবর্তে ৫৫০০ টাক মসজিদ উন্নয়ন কাজের দায়িত্বে থাকা এলকার সমাজ সেবক মোঃ সাদির আলমের হাতে তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার, কুলিয়ারচর সরকারী কলেজের সাবেক ভিপি মোঃ ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ আঙ্গুর মিয়া, আমাদের এই প্রতিনিধি শাহীন সুলতানা সহ সাংবাদিক মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ কাইসার হামিদ, মোঃ মাইনউদ্দিন, মোঃ আরীফুল ইসলাম, মোঃ নাঈমুজ্জামান নাঈম, মোছাঃ শুভ্রা, ফারজানা আক্তার, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জরিমানাকৃত মসজিদের দানের সমপরিমান টাকা ফেরত পেয়ে এলাকাবাসী মহা খুশী হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান দানবীর আলহাজ্ব ইয়াছির মিয়া'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা অমান্য করে মসজিদ প্রাঙ্গণে জরোহয়ে টাকা (দান) উত্তোলন করা অপরাধের সামিল হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে। এটা কোন অন্যায় নয়। তবে জরিমানার টাকা ব্যক্তির নিকট থেকে আদায় না করে মসজিদের দানের টাকা নিয়ে যাওয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় তিনি এ সমাধানের উদ্যোগ নেন। উল্লেখ্য, গত শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি রাস্তায় জরাজীর্ণ পাঞ্জাখানা মসজিদের উন্নয়নের কালেকশানের টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে নিয়ে যাওয়ার প্রতিবাদে ইউএনও'র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এর আগে পবিত্র শবেবরাত উপলক্ষে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়া গ্রামে জরাজীর্ণ এক পাঞ্জাখানা মসজিদ মেরামতের জন্য ওই মসজিদের ইমাম মাহফুজ ও মুসল্লী মোঃ সাইফুল ইসলাম মিলে মসজিদের সামনে একটি টেবিল রেখে এলকাবাসীর নিকট থেকে দুই, পাঁচ, দশ, বিশ ও পঞ্চাশ টাকা করে কালেকশন করছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী পুলিশ ফোর্স নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কালেকশানরত থাকা মোঃ সাইফুল ইসলামের নামে কালেকশনকৃত ৫৩৩৬ টাকা ১৮৬০ সালের দন্ডবিধি ২৬৯ ধারায় জরিমানা করে নিয়ে যায়। পরে এ বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজকের মেঘনায় এ সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।