ফরিদপুর মেডিকেলের পরিচালককে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

জাতীয় ফরিদপুর

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদকর্মীর সঙ্গে অসদাচরণের প্রতিবাদে এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন সাংবাদিকরা। রোববার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে এই কর্মসূচি পালন করেন জেলায় কর্মরত সাংবাদিকরা। কর্মসূচি থেকে হাসপাতালটির পরিচালক ডা. হুমায়ুন কবিরের অপসারণের পাশাপাশি অব্যবস্থাপনা, সেবা গ্রহীতাদের হয়রানি দূর করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, মফিজ ইমাম মিলন, সঞ্জীব দাস, নাজিম বকাউল, মো. সেলিম মোল্লা।

সাংবাদিকরা তাদের বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালটির পরিচালক হিসেবে ডা. হুমায়ুন কবির দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকেই নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ফলে শুধু ফরিদপুর জেলা নয় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের অসহায়-দরিদ্র-সাধারণ সেবা প্রত্যাশীরা নানান ভোগান্তির স্বীকার হচ্ছেন। এ ছাড়াও হাসপাতালে বিভিন্ন সময় সংবাদ সংগ্রহ করতে গেলে অসহযোগিতা ও সংবাদকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি।

গত ৬ জুলাই দুপুরে হাসপাতালে একটি বেসরকারি টেলিভিশনের ফটো সাংবাদিক সাপে কাটা রোগীর ছবি-ভিডিও করতে গেলে তাকে আটকে রাখা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ ওই ফটো সাংবাদিককে উদ্ধার করে।

এ ঘটনায় সন্ধ্যায় সেদিন স্থানীয় প্রেস ক্লাবে জরুরি সভা করে সাংবাদিককে আটকের তীব্র নিন্দা ও হাসপাতাল পরিচালক হুমায়ুন কবিরকে প্রত্যাহারের দাবি জানান সংবাদকর্মীরা। আধাঘণ্টা মানববন্ধন কর্মসূচির শেষে সাংবাদিকরা মুজিব সড়কে বসে পড়ে অবরোধ করেন। এ সময় সড়কে যানজট সৃষ্টি হলে জনদুর্ভোগের কথা ভেবে আধাঘণ্টা পর তারা সড়ক থেকে সরে যান। এ সময় প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, আগামী মঙ্গলবার সভা করে এ বিষয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনের আগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সাংবাদিকদের কর্মপরিবেশ তৈরির দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.