মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করায় প্রিয়া সাহার বিচার দাবি করেছেন তার নিজ এলাকা পিরোজপুরের নাজিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ।
সোমবার বেলা ১১টার দিকে নাজিরপুর উপজেলা পরিষদ সড়কে কনসার্টেড ইম্পিরিয়্যাল ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রিয়া সাহা নিজ স্বার্থ হাসিলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। তার এই বক্তব্য রাষ্ট্রবিরোধী। এ কারণে প্রিয়া সাহাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি বিধান করা হোক।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, নাজিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, পিরোজপুর ইয়ূথ সোসাইটির চিফ কো-অর্ডিনেটর হাসিবুল ইসলাম হাসান ও কনসার্টেড ইম্পিরিয়্যাল ক্লাবের সভাপতি হৃদয় খান।