কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কাপাসাটিয়া গ্রামের কৃতি সন্তান দৈনিক বাংলার বাণী পত্রিকার (১৯৮২) কুলিয়ারচর প্রতিনিধি, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সদস্য, প্রবীন সাংবাদিক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দ্র দাস (৬৩) এর রোগমুক্তি কামনায় দেশবাসীর নিকট দোয়া কামনা করছেন তার পরিবারের সদস্যরা। তিনি গত ৭ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টার দিকে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তিনি প্রথমে জেনারেল সীটে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এঁর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুল হক তাকে একটি ক্যাবিনের ব্যবস্থা করে দেন। প্রবীন সাংবাদিক বীরেন্দ্র চন্দ্র দাস গত ১৩ সেপ্টেম্বর রোববার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসি) নতুন বিল্ডিং এর দশ তলায় ১০৩ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তার শারেরীক অবস্থা উন্নিতর দিকে রয়েছে বলে জানিয়েছেন ওই সাংবাদিকের পরিবার।