দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা প্রবাসীদের উদ্যোগে প্রবাসী এবং কুলিয়ারচর উপজেলাবাসীর সার্বিক কল্যাণে গঠন করা হয়েছে " কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস ফোরাম " নামে একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্য হলো প্রবাসীদের কল্যাণের পাশাপাশি এলাকার সামাজিক, শিক্ষা এবং সার্বিকভাবে এলাকাবাসীর পাশে দাড়িয়ে সহযোগীতা করা। আগামী ১ জুলাই কার্যকরী কমিটি গঠন করার লক্ষ্যে ১০ জুন মোঃ কামাল উদ্দিন-কে আহবায়ক (আমেরিকা), মোঃ মনিরুজ্জামান মেনু-কে সিনিয়র যুগ্ম আহবায়ক (সৌদী আরব) ও আজহারুল ইসলাম রায়হান-কে সদস্য সচিব (আমেরিকা) করে ২৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির অন্যান্যরা হলো, আজিজুর রহমান আজীজ যুগ্ম আহবায়ক (কুয়েত), আবুল কালাম আজাদ যুগ্ম আহবায়ক (সৌদি আরব), হাবিবুর রহমান দুলাল যুগ্ম আহবায়ক (সৌদী আরব), মোহাম্মদ আরিফুর রহমান যুগ্ম আহবায়ক (সিংঙ্গাপুর), জীবন আফরাদ যুগ্ম আহবায়ক ( সিংঙ্গাপুর), রবিউল্লাহ রবি যুগ্ম আহবায়ক (মালেশিয়া), আদনান সানী রাজীব যুগ্ম আহবায়ক (ইতালী), আল ইমরান সিদ্দিকী যুগ্ম আহবায়ক (কোরিয়া), রাজেশ আহমেদ (শাকিল) যুগ্ম আহবায়ক (সিংঙ্গাপুর), মোঃ শাজাহান যুগ্ম আহবায়ক (সৌদী আরব), আব্দুল আওয়াল যুগ্ম আহবায়ক (সৌদী আরব), মোঃ শাহিন যুগ্ম আহবায়ক (সৌদী আরব), হুমায়ুন কবির যুগ্ম আহবায়ক (সৌদী আরব), মোশারফ হোসেন উজ্জল যুগ্ম আহবায়ক (সৌদি আরব), সজীব আহসান যুগ্ম আহবায়ক (সৌদী আরব), আব্দুস সালাম যুগ্ম আহবায়ক (আরব আমিরাত), ফরিদ মিয়া যুগ্ম আহবায়ক (সিংঙ্গাপুর), আব্দুস সাত্তার যুগ্ম আহবায়ক (সৌদী আরব), মাখন রহমান যুগ্ম আহবায়ক (সৌদী আরব), শহিদুল ইসলাম যুগ্ম আহবায়ক (সংযুক্ত আরব আমিরাত)। " কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস ফোরাম" এর আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মনিরুজ্জামান মেনু দেশবাসীর সহযোগীতা ও দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ আমাদের এই সংগঠনকে যেন কুলিয়ারচরবাসী তথা বাংলাদেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। পাশাপাশি প্রাণঘাতী এই করোনা মহামারীর সময়ে যার যার অবস্থান থেকে সবাইকে সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।