মেয়ের বিয়ে উপলক্ষে অর্থসংকটে পড়া এক অস্বচ্ছল পিতাকে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের পক্ষ থেকে ১০হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ গত সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এ অনুদান হস্তান্তর করেছেন। প্রবাসী সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের পক্ষ থেকে প্রদত্ত এ অর্থ হস্তান্তরকালে বালাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভূষণ দাস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সিরাজ বেগ কি-ার গার্টেনের প্রিন্সিপাল লিটন আহমদ বেগ প্রমুখ উপস্থিত ছিলেন। অর্থসংকটে পড়ে মেয়ের বিয়ে উপলক্ষে সহায়তা চেয়ে এক অস্বচ্ছল পিতা সম্প্রতি বালাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ বরাবর একটি মানবিক আবেদন দাখিল করেন। মানবিক আবেদনের এ সংবাদটি দৃষ্টিগোচর হলে সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক এ অনুদান প্রদান করেছেন। বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ওই অস্বচ্ছল পিতা তার মেয়ের বিয়ে উপলক্ষে নগদ ১০হাজার টাকা অনুদান প্রদানের জন্য বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুককে কৃতজ্ঞতা জানিয়েছেন।