বৈদেশিক মুদ্রা পাঠিয়ে যারা দেশের রিজার্ভ ভান্ডারকে শক্তিশালী করে আসছেন বাজেটে তাদের জন্য সুখবর নিয়ে আসছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উপর প্রণোদনা দিতে ২ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ রাখতে পারেন তিনি। অর্থমন্ত্রনালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, অবৈধ পথ পরিহার ও বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ দিতে বাজেটে প্রণোদণা রাখার কথা ভাবছেন অর্থমন্ত্রী। শেষ পর্যন্ত এটি বাজেট ঘোষণায় আসলে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীরা মোট রেমিট্যান্সের উপর ২ শতাংশ হারে প্রণোদনা পাবেন। এজন্য প্রবাসীদের প্রণোদনা দিতে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আসতে পারে বাজেটে।
এতদিন সরকার রফতানিকারকদের উৎসাহ দিতে শুধুমাত্র পণ্য রফতানিতে প্রণোদনা দিয়ে আসছিল। আসছে বাজেটে প্রবাসী রেমিট্যান্স প্রণোদনার আওতায় আসলে এটিই হবে দেশের প্রণোদনা পাওয়া প্রথম সেবা খাত।
প্রসঙ্গত, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ১ হাজার ১৮৭ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১১১ কোটি ডলার বেশি।
সূত্র:poriborton.com