প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিতাস উপজেলা সাতানী ইউনিয়ন পরিষদের হত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন কুমিল্লা ২ তিতাস হোমনার সংসদ সদস্য জনাব সেলিমা আহমাদ মেরী,তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষ কে মন প্রাণ উজাড় করে সাহায্য সহযোগিতা করতে ভালোবাসেন। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আধুনিকায়ন ডিজিটাল দেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। ২৭ শে জুলাই সোমবার বিকালে জননেত্রী শেখহাসিনার ঈদ উপহার সামগ্রী পুরাতন বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ করা হয়। পরে সেলিমা আহমাদ মেরি এমপি কাঠালিয়া নদীর পাশে পাকা ঘাট পরিদর্শন করেন এবং মা-বোনদের নিরাপত্তার জন্য ঘাটে আলাদা আলাদা কক্ষ নির্মাণের নির্দেশ দেন ইউনিয়ন চেয়ারম্যান শামসুল হক সরকারকে। এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী,উপজেলা ভূমি সহকারী কমিশনার রুবাইয়া খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া, তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মাৎ ফরিদ ইয়াসমিন, শিক্ষা অফিসারশরীফ রফিকুলইসলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার, বিশিষ্ট সমাজ সেবক আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজান, সমাজসেবক ও তিতাস উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ নুরুন্নবী সরকার, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।