প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২০, ৫:৫৯ পি.এম
প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা ভাইরাসে নিজের বিশ্রাম বিসর্জন দিয়ে অসহায় ও দুস্থদের মাঝে – এমপি মনোরঞ্জন শীল গোপাল
মহামারী করোনা ভাইরাসে খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনায় নিজের বিশ্রাম বিসর্জন দিয়ে দিনাজপুরের বীরগঞ্জ-কাহারোলে অসহায় ও দুস্থদের দিনরাত খোজ খবর নিচ্ছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি এক গ্রাম থেকে আরেক গ্রাম ছুটে বেড়াচ্ছেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়ী বাড়ী গিয়ে অসহায়দের খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। এমনকি উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবী হিসিবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে কাজ করছেন তারও খোজ রাখছেন সবসময়। প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী নিয়ে কেউ যাতে আত্মীয়করণ করতে না পারে সেদিকেও নজর রাখছেন তিনি।
২৬ এপ্রিল রোববার বীরগঞ্জ-কাহারোল উপজেলায় কর্মহীন ৬শ ৩৪ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় কাহারোল উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসাম চৌধুরীর সহযোগিতায় ১শ জন নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি লবন দেয়া হয়। বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নে সাতখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১শ ৬৪ জনকে (ইমাম-মোয়াজ্জিন, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও শ্রমিক) সরকারি খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় প্রত্যেককে ১০ কেজি চাল, দেড় কেজি আলু প্রদান করা হয়। ৩নং শতগ্রাম ইউনিয়নে কিশামত খরিকাদম আশ্রম ও ঝাড়বাড়ী কলেজ মাঠে ৩শ ৭০ জনকে সরকারি ত্রান ১০ কেজি চাল, দেড় কেজি আলু প্রদান করেন এমপি গোপাল।
এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, কাহারোল ওসি মনোজ কুমার রায়, বীরগঞ্জ উপজেলা ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা (ভুমি) কমিশনার রমিজ আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নুর ইসলাম নুর প্রমুখ।
dainikajkermeghna.com