প্রধানমন্ত্রীর জন্য ৬০০ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক জাতীয় ব্রাহ্মণবাড়ীয়া

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠিয়েছেন। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে উপহারের ১০০টি কার্টনভর্তি ৬০০ পিস আনারস আসে। এটি ওই রাজ্যের বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস।

রোববার বেলা পৌনে ১১টার দিকে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় (জিরো পয়েন্টে) ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রাজ্যের উদ্যান ও ভূমি সংরক্ষণ সহকারী পরিচালক ড. দ্বীপক বৈদ্য চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা দ্বীপক হাজিজার কাছে উপহারের আনারস তুলে দেন।

ড. দ্বীপক বৈদ্য বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন। এতে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে হৃদয়ের মেলবন্ধন ও সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এ সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ মো. খাইরুল আলমসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, কাস্টমস ও বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্রঃ যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.