দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
দাউদকান্দি পৌর ছাত্রলীগের নবগঠিত নেতৃবৃন্দের সাথে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
১২ সেপ্টেম্বর দাউদকান্দি উপজেলা পরিষদ কার্যালয়ে দাউদকান্দি পৌরসভা ছাত্র লীগের সভাপতি রাজিব মোল্লার নেতৃত্বে নবগঠিত পৌর ছাত্র লীগের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) কে ফুলেল শুভেচছা বিনিময় শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দকে
মেজর মোহাম্মদ আলী ( অব.) সুমন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগ, ছাত্র লীগের প্রতিটি সদস্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া এমপির হাতকে শক্তিশালী করার লক্ষে পৌর ছাত্র লীগের কমিটিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ হেলাল মাহমুদ, সদস্য মোঃ সুমন সিকদার, পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক জোহান আহাম্মেদ হৃদয়, যুগ্ম-সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ , শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো শান্ত আহাম্মেদ,উপসম্পাদক মোঃ ইব্রাহিম,উপসম্পাদক মোঃ আতিকসহ ছাত্রলীগের সদস্য বৃন্দ।