পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 'কৈশোর তারুণ্যে বই' আয়োজিত ৫ দিন ব্যাপী মেলা বুধবার (০৭ আগস্ট) বিকেলে শেষ হবে। এর আগে গত ৩ আগস্ট মেলার উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
মেলার শেষ দিনে শিক্ষার্থীদের ছিল উপচে পড়া ভিড়। বই কিনতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলা প্রাঙ্গণে ভিড় জমায়। শিশু কিশোরদের বই পড়ার প্রতি আগ্রহী করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়।
বই মেলায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বই কিনতে আসে। বই মেলায় রাজধানীর আচটি পুস্তক প্রকাশনী সংস্থা দেশের বিখ্যাত লেখকদের নতুন নতুন বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী সব ধরণের বই বিক্রি হয়।
এর মধ্যে ছিল গল্প, কবিতা, সাহিত্য, সায়েন্স ফিকশন, শিশুতোষ, কিশোর রহস্য, গোয়েন্দা কাহিনী, রূপকথা, ভৌতিক, জীবনীগ্রন্থ ছাড়াও ইতিহাস, সাধারণ জ্ঞান, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের উপর বিভিন্ন লেখকের লেখা না না ধরনের বই।