কাউখালীর হতদরিদ্র কৃষক পনির হাওলাদার (৪৬) এমন দূরারোগ্য
ব্যাধি ক্যান্সারে মৃত্যুর প্রহর গুনছে। উপজেলার পশ্চিম কাঠালিয়া গ্রামের আতাহার আলী
হাওলাদারের ছেলে পনির হাওলাদারের দীর্ঘ দুই বছর পর্যন্ত লিভার ক্যান্সারে ভূগতেছে।
অর্থাভাবে তার চিকিৎসা করানো সম্ভব নয় বলে তার স্ত্রী জানান। প্রথম প্রথম যেটুকু
জায়গা জমি ছিল সব বিক্রি করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ বিভিন্ন
জায়গায় চিকিৎসা করিয়ে নিস্ব: হয়ে গিয়াছে। ৪টি সন্তান স্ত্রীসহ ৬/৭জনের পরিবার
এখন অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে। বিত্তবানদের নিকট সাহায্যের জন্য
ঘোরাঘুরি করে কোন সাহায্য না পেয়ে একটি জীর্ণশীর্ণ কুটিরে সে এখন মৃত্যুর
প্রহর গুণছে। পনির বাঁচতে চায়, কিন্তু কে দেবে বাঁচার সাহায্যের হাত বাড়িয়ে।
কেননা ক্যান্সারের জন্য উন্নত চিকিৎসা থেরাপি দেয়াসহ ডায়ালেসিস করানো সম্ভব
নয় তার পক্ষে। এসব চিকিৎসা করাতে ১০/১৫ লক্ষ টাকা ব্যয় হবে বলে স্ত্রী জানান। কিন্তু এ
ব্যয়ভার গ্রহণ করার মতো কোন সহৃদয় ব্যক্তি এখনো খুঁজে পাওয়া যায়নি।