
করোনা ভাইরাস রোগীর চিকিৎসা সেবা দিতে চিকিৎসক ও নার্সদের জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই প্রদান করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা: মো: নিয়াতুজ্জামান ।
৩০ মার্চ সোমবার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহিনূর আলম সুমনের কাছে পিপিই তুলে দেন সিভিল সার্জন ডা: মো: নিয়াতুজ্জামান।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহিনূর আলম সুমন বলেন, এই মুহূর্তে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেক বেশি পিপিই প্রয়োজন। কুমিল্লা জেলা সিভিল সার্জন এই সময়ে আমাদের নিকট পিপিই ও স্যানিটাইজার সামগ্রী প্রদান করায় আমার কৃতজ্ঞ । চিকিৎসকরা এখন তাদের কাজের প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে।
তাছাড়া এখন থেকে করোনা রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত সরঞ্জাম পরিহিত অবস্থায় ডাক্তারগণ চিকিৎসা দিয়ে যাবে ।১৩টি লাইনের আলট্রাসনিক মেশিনে পিপিইগুলো তৈরি করা হয়েছে যার ফলে এ পিপিইগুলোতে কোনরূপ পানি ঢুকবে না, প্রবেশ করবে না বাতাসও।