নগরজীবনের যান্ত্রিকতা থেকে একটু স্বস্তি পেতে ভ্রমণ পিপাসুরা ছুটি পেলেই প্রকৃতির কাছাকাছি ছুটে যায়। আর তা যদি হয় পাহাড়ে মেঘের সাথে স্বচ্ছ পানি-পাথরের মিতালী তা'হলেতো কথাই নেই। সিলেটের নতুন পর্যটন কেন্দ্র সাদা পাথরের এমনই এক অপরূপ সৌন্দর্যের কথা জানতে পারবেন এই প্রতিবেদনে।
মেঘালয়ের জৈন্তা-খাসিয়া এলাকার পাহাড়গুলো ঢেকে আছে সাদা মেঘের চাদরে। সেই পাহাড় বেয়ে স্বচ্ছ পানি নেমে এসে সাদা পাথরের ওপর দিয়ে বয়ে চলেছে। এ যেনো কোনো এক শিল্পীর তুলিতে আঁকা দৃশ্যপট।
এমন দৃশ্য ছুঁয়ে দেখতে সিলেটের ভোলাগঞ্জের ধলাই নদীর পাড়ে সাদা পাথর এলাকায় ভিড় করছেন পর্যটকরা। নগরায়নের যুগে এমন দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরা।
নতুন আবিষ্কৃত এই পর্যটন কেন্দ্রে আসা হাজার হাজার পর্যটকের চাওয়া অবকাঠামোগত উন্নয়নসহ সুযোগ সুবিধা।
অবশ্য উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বিজন ব্যানার্জি জানান, পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর নানা পরিকল্পনা নেয়া হচ্ছে।
সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব ৩৩ কিলোমিটার। তারপর নৌপথে যন্ত্রচালিত নৌকায় আরও ১০মিনিট পথ অতিক্রম করলে দেখা মিলবে সাদাপাথর পর্যটন এলাকা।