ঢাকাঃ ১০ ফেব্রুয়ারি, সোমবার
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় আজ পরিবেশ দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় সাভার উপজেলাধীন হেমায়েতপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত ৫টি ব্যাটারি রিসাইকেল কারখানা স্ক্যাভেটর দিয়ে ভেঙ্গে ধ্বংসস্তুপে পরিণত করা হয় । রাজফুলবাড়িয়া এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ লিজেন্ড ব্যাটারি লি: ও জেলটেক ব্যাটারি লি: নামক দুটি ব্যাটারি প্রস্তুতকারী অবৈধ কারখানা সিলগালাপূর্বক বন্ধ করে দেয়া হয়েছে । এ ছাড়াও ক্ষতিকর বর্জ্য পদার্থ দ্বারা পরিবেশ দূষণের দায়ে হিট ইনস্যুলিটেড কেবিনেট প্রস্তুতকারী সেভেন স্টার ওয়ার্কস নামক অপর একটি কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা আদায়পূর্বক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট ইউনিটের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ অাহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী সহকারী পরিচালক মাহবুবুর রহমান খান ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ দূষণের জন্য দায়ী সকল অবৈধ কারখানা ও যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
--
দীপংকর বর,
পি আর ও - ০১৭১০৯২৯৫৯৬