

(নির্বাচিত রচনাবলী হতে)
রহমত মাগফিরাত আর
নাজাতের এ সুযোগ,
রমজান নিয়ে এলোরে ভাই
মুসলিম করো ভোগ।
তনু-মনে যতো আছে
ভ্রান্তি ও ক্লান্তি,
গুছেঁদিয়ে রমজান দেবে
সর্বময় শান্তি।
আত্মশুদ্ধি কর আজি
নপছগামী নয়,
রহম পাবে যেন সর্ব সদা
কর আল্লাহকে ভয়।
মাগফিরাতে নাজাত পাবে
রিপু সংযম করো,
রমজানের পবিত্রতায়
তারাবিও পড়ো।
ফেৎরা যাকাত দান খরাতও
করো বেশি করে,
ধনী-গরীব বৈষম্য আজ
দাওরে ঢেলে দূরে।
লাইলাতুল কদর পড়ো
মহা মূল্যবান,
যেই রাতে নাযিল হলো
পবিত্র কোরান।
এত্তেকাফের গভীর ধ্যানে
মগ্ন থাকো ভাই,
আত্মশক্তির খুলিবে
হৃদয় মাঝে তাই।