পঞ্চগড়ের বোদায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ, বিদ্যালয় যাওয়া সহজ ও সময়মত উপস্থিত নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চগড়ে বোদা উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ৪৮ জন গরীব মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক সভার মধ্য দিয়ে এসব সাইকেল বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রানী বর্মনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি শিক্ষার্থীদের মাঝে এসব সাইকেল বিতরণ করেন।
অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা, ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামীম।সূত্র; সময়ের কন্ঠেস্বর