নড়াইলে সর্বপ্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। লোহাগড়া পৌরসভার পারছাতরা গ্রামের আক্রান্ত ঐ ব্যক্তির বয়স ২৫ বছর। তিনি নারায়ণগঞ্জে একটি ওষুধ ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।
এ ঘটনার সংলগ্ন চারটি গ্রাম লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
নড়াইলের সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন ঐ যুবকের করোনা সংক্রমের বিষয়টি নিশ্চিত করে জানান, করোনার বিভিন্ন লক্ষণ নিয়ে গত ৯ এপ্রিল নড়াইলে নিজের বাড়িতে আসেন ঐ যুবক। বিষয়টি জানার পর তার হোম কোয়ারেন্টাইন নিশ্চিতসহ সেদিনই তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেলের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৩ এপ্রিল বিকেলে প্রাপ্ত রিপোর্টে ঐ যুবকের শরীরে করোনার উপস্থিতি সম্পর্কে জানা গেছে। তবে তার শারীরিক অবস্থা ভালো বলে তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তের গ্রাম পারছাতরাসহ সংলগ্ন ছাতরা, নারানদিয়া ও জয়পুর (পূর্বপাড়া) গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে।