নড়াইলে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ আহত হন ১৫ জন।
এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।