নড়াইলে জেলা প্রশাসকের সি#৩৯;এসহ ৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে লোহাগড়া উপজেলার ২জন রয়েছেন। এ নিয়ে জেলায় চার চিকিৎসকসহ বর্তমানে মোট ৯ জনকরোনা ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল মোমেন তিনি জানান, করোনা আক্রান্ত ৯জনই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
এছাড়া জেলায় ৫৪০জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সিভিল সার্জন জানান, জেলায় মোট ১৯২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়েছিলো। রবিবার সকাল পর্যন্ত মোট ৯১টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ৪জন চিকিৎসক ও জেলা প্রশাসকের সি#৩৯;এসহ ৯ জনের করোনা ভাইরাসের নমুনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় সর্বমোট ১০জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে প্রথম করোনা আক্রান্ত লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামের সৈয়দ সুজনকে ইতিমধ্যে করোনামুক্ত ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।