দাউদকান্দি উপজেলা যুবগলীগের যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ আল-আমিন বলেছেন,আসন্ন ২০ অক্টোবর দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে গণমানুষের আস্থার প্রতীক নৌকার বিজয় পূর্ণিমার চাঁদের মতো পরিষ্কার -ইনশাল্লাহ। শনিবার সন্ধ্যা ৭ টায় দাউদকান্দিতে কুমিল্লা উত্তর জেলা আ.লীগের কার্যালয়ে যুবলীগের বর্ধিত সভায় উপজেলা পরিষদ নির্বাচনের উদ্দেশ্যে তিনি তার বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী স্যার সারা চট্রগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছেন তার অসাধারণ ও দক্ষ নেতৃত্বের কারণে, আগামীর দিনগুলোতেও দাউদকান্দিবাসিকে নিয়ে তার বুকে নতুন স্বপ্ন আছে। নৌকা প্রতীকের যোগ্য কাণ্ডারি মেজর(অব.) মোহাম্মদ আলীকে পুনরায় নির্বাচিত করতে উপজেলা যুবলীগ মন-প্রাণ দিয়ে কোমর বেঁধে মাঠে কাজ করবে।”
দাউদকান্দি উপজেলা যুবগলীগ বর্ধিত সভায় উপজলা যুবগলীগের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ,পৌর যুবলীগের আহ্বায়ক মিলন আহমেদ, পৌরযুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন,মেহমুদ চৌধুরী, যুবলী নেতা সুমন শিকদার ও মোঃ আক্তার হোসেন মুন্না প্রমুখ।