ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ পৌর এলাকার একটি পুকুর থেকে তূর্জয় সরকার নামের তিন মাস ১০ দিনের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তূর্জয় সরকার সেনবাগ থানার পুলিশ কনস্টেবল সুমন সরকারের ছেলে।
সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, কনস্টেবল সুমন সরকার তার পরিবারের সাথে পৌরসভার বিন্নাগুনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রবিবার সন্ধ্যায় বাসার পাশের দোলনায় শিশু তূর্জয় সরকারকে শুইয়ে রেখে বাথরুমে যায় সুমনের স্ত্রী। বাথরুম থেকে ফিরে এসে দোলনায় তূর্জয়কে দেখতে না পেয়ে ঘরের ভেতর ঘুমিয়ে থাকা সুমনকে ডেকে তূর্জয়ের কথা জিজ্ঞেস করেন তিনি। পরে আশেপাশে খোঁজাখুঁজি করে তূর্জয়ের কোন সন্ধান না পেয়ে বাসার বাইরে খুঁজতে থাকেন তারা। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাসা থেকে কিছুটা দূরে একটি পুকুরের মধ্যে তূর্জয়ের ভাসমান দেহ দেখতে পেয়ে উদ্ধার করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা কনস্টেবল সুমন সরকার বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যাক্তির নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।