বৃহস্পতিবার ৮ অক্টোবর বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সেনবাগ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুসরুল উল্লাহ হামিদের পরিচালনায় ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী,সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু,সেনবাগ উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির,স্থানীয় এমপি'র প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী,নোয়াখালী জেলা পরিষদের মহিলা সদস্য রেজিয়া আক্তার বকুল,সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন,সেনবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন,সেনবাগ সরকারী কলেজের উপাধ্যক্ষ দিদারুল আলম,৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আবদুল ওহাব বিএসসি,সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার আবদুস সাত্তার,সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমান উল্লাহ,সেনবাগ সরকারী কলেজের সাবেক ভিপি আবু নাছের চৌধুরী দুলাল,সাংবাদিক এম এ আউয়াল সহ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন-সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তিনি উপজেলার ভিতরে ১টি ফলের চারা রোপন,পুকুরে মাছের পোনা অবমুক্ত করন ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।