এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরে পুকুর পাড় থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরক্লাক ইউনিয়নের কেরামতপুর গ্রামের সড়কের পাশে একটি পুকুরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে এক ছাত্র পুকুর পাড়ে মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটিতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শত্রুতার জেরে কেউ যুবকটিকে হত্যা করে এখানে ফেলে যায়।
চরজব্বর থানার ওসি শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহতের মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।##