২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুৎতায়ন ও চৌমুহনী ১১৩ মেগাওয়াট বিদুৎকেন্দ্র আজ জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বেগমগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন,জেলা প্রশাসক খোরশেদ আলম খানঁ,জেলা পরিষদের চেয়ারম্যান ডা:এবিএম জাফর উল্লাহ,বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম খায়রুল আলম সেলিম,বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সাল সহ বিদ্যুৎ বিভাগের প্রশাসনিক কমকর্তাবৃন্দ। এ বিষয়ে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন বলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে,মুজিববর্ষে আমার বেগমগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ও চৌমুহনী ১১৩ মেগাওয়াট প্রকল্প জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও বার্তায় উদ্বোধন করার জন্য। বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে পাড়া মহল্লায় ও প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন ও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমার প্রাণপ্রিয় নেত্রী। এছাড়াও সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নের কারিগর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নগুলো বাস্তবায়ন করছেন বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তারই ধারাবাহিকতায় আজ বেগমগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা করেছেন প্রিয় নেত্রী।