/এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ১১ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা যুবলীগের আহবায়ক আ.স.ম জাকারিয়া আল মামুন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিঠু ও আলমগীর হোসেনে রানা নেতৃত্বে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের সুচনা করেন অতিথিবৃন্দ ।
এরপর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আ স ম জাকারিয়া আল মামুনের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিঠুর পরিচালনায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম দলিলুর রহমান,উপজেলা আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট মাহমুদুল হক পাঠোয়ারী লেবু,সেনবাগ সরকারী কলেজের সাবেক ভিপি ও উপজেলা আওয়ামীলীগ নেতা আবু নাছের চৌধুরী ওরফে ভিপি দুলাল,সাবেক ছাত্র নেতা ও উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহরিয়ার আলমগীর আলো,সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান চৌধুরী,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন রানা ও উপজেলা ছাএলীগের সভাপতি ফিরোজ আলম রিগান সহ প্রমুখ নেতৃবৃন্দ।