
এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধান ক্ষেতে মিলল বিশ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ।
বুধবার ১৩ নভেম্বর সকাল ৭টায় উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সড়কের পাশে একটি ধান ক্ষেতে স্থানীয়রা এ লাশটি দেখতে পায়।
পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলেও সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি।
স্থানীয়রা জানান,যে এটি একটি অজ্ঞাত যুবকের মরহেদ কে বা কাহারা মঙ্গলবার দিবাগত রাতে এ যুবককে হত্যা করে তার লাশ ধান ক্ষেতে পেলে যায়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।