এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগে একটি পাগলা কুকুরের কামড়ে নারী,পুরুষ ও শিশুসহ ১৭জন আহত হয়েছে। শুক্রবার উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জিরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, সকাল সাতটা থেকে শুরু করে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে পাগলা কুকুর স্থানীয় এলাকার কয়েকটি বাড়ির ১৪ জনকে কামড় দেয় পরে সকাল ১১টার দিকে ৩ জন পথচারীকে কামড় দেয়।
তিনি আরো জানান, আজাদ মেম্বার বাড়ির ৩ জন, আলী আকবর মেম্বার বাড়ির ৬ জন, খুরশিদ নেতার বাড়ির ২ জন, দক্ষিণ বেরুয়া গ্রামের ডাক্তার ফারুকের বাড়ির ১জন, জিরুয়া পশ্চিম পাড়ার মমিন মিয়ার বাড়ির ১জন, ২জন শিশু এবং ৪নং কাদরা ইউনিয়নের পানির গ্রামের ২জন বাসিন্দা ফকিরহাট বাজারে যাওয়ার পথে পাগলা কুকুর তাদেরকেও কামড় দেয়।
ইউপি সদস্য আরো জানান, অনেকই কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফোনে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।