মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ দক্ষতা অর্জনের মাধ্যমেই নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনা সৃষ্টির লক্ষে বালাগঞ্জে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বালাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বক্তৃতা করেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর মো. মোজাফফর হোসেন।
সেমিনারে বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদি, তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম আকন্দ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ মতিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব ভূইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র ম-ল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সেমিনারে নিরাপদ অভিবাসন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দক্ষতা অর্জনের লক্ষে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।