না ফেরার দেশে চলে গেলেন গজারিয়া উপজেলার সাবেক শ্রমিক লীগের সভাপতি আমান উল্লাহ প্রধান। গজারিয়া থানার শ্রমীক লীগের সভাপতি ৮০ দশকের শ্রমিক নেতা আমান উল্লাহ প্রধান (৬০) বছর ২৭/০৭/২০২০ রোজ সোমবার বেলা ৩:৪০ মিনিটে হৃদ রোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন,সন্ধ্য ৭:৩০মিনিটে মধ্যম কান্দি ঈদ গাঁ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় ও পারিবারিক কবরস্তানে দাফন করা হয় তার মৃত্যু কালে ২ ছেলে, ২ মেয়ে ও ২ স্ত্রী সহ অনেক গুনিগ্রহ রেখে গেছেন।