নাটোরে ৭ বছরের শিশু ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ মে) বিকেলে সদর উপজেলার একডালা গ্রামের মোহাম্মদ আলী সৎ ছেলে রিফাতকে সাইকেলে করে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর রাজশাহী-ঢাকা মহাসড়কের রাজশাহীর পুঠিয়ার সেনবাগ এলাকার একটি কলাবাগানে নিয়ে শিশুটিকে গলাকেটে হত্যা করে মোহাম্মদ আলী।
বাড়ি ফিরে গেলে শিশু রিফাতের কথা জানতে চান স্ত্রী বুলি বেগম। এক পর্যায়ে তাকে হত্যার কথা স্বীকার করে সে। বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করে পুলিশ সোপর্দ করেন এলাকাবাসী।
ভোরে নিহতের মা বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা করেন। সাত মাস আগে মোহাম্মদ আলীর সঙ্গে বিয়ে হয় বুলির।সূত্সর;- ময় টিভি