প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২২, ১১:১৯ পি.এম
নলছিটিতে ভিজিডি কার্যক্রমের অগ্রগতি পর্যালেচনা সভা অনুষ্ঠিত
ঝালকাঠির নলছিটিতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচীর আওতায় ভিজিডি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রুম্পা সিকদার'র সভাপতিত্বে এবং প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
এতে স্বাগত বক্তব রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার। সভায় উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সচীবগন আলোচনায় অংশ নেন। এসময় সংশ্লিষ্ট এনজিও পটুয়াখালি মহিলা উন্নয়ন সমিতি’র নির্বাহী পরিচালকসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার শাহিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
dainikajkermeghna.com