যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। দেশটির কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শুক্রবার রাতে নর্থ ক্যারোলাইনার হোপ মিলস এলাকায় একটি প্রাইভেট বিমান আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই এর চালক নিহত হয়।
ওই দুর্ঘটনায় আবাসিক ভবন ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি ভবনটির বেশ কয়েকজন বাসিন্দা মারাত্মকভাবে আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। একইদিন দেশটির আরেক রাজ্য মিনেসোটায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নার্সসহ দুইজন নিহত হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, একটি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই নার্সসহ দুইজন নিহত হয়। তবে হেলিকপ্টারটিতে কোনো রোগী ছিল না বলে জানানো হয়। পুলিশ জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।সূত্র: সময় টিভি