নবীন -প্রবীণের সমন্বয় কৃষকলীগকে শক্তিশালী করুন। বলে মন্তব্য করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী।তিনি আজ শনিবার সন্ধ্যায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
তিনি আরো বলেন,জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের সুফল আজ দেশবাসি ভোগ করছে।দেশের সর্বত্রেই শুধু উন্নয়ন আর উন্নয়ন। তিনি অতুলনীয় বিশ্ববরেণ্য নেত্রী।
জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করণে বাংলাদেশ কৃষকলীগের ভূমিকা অপরিসীম।
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন,আপনাদের হাতে আগামীর বাংলাদেশ।একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে হলে যোগ্যতা ভিত্তিক নেতৃত্ব গড়ে তুলুন।
সর্বপুরি অযোগ্যকে এড়িয়ে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে আসীন করুন।
উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী শাহআলমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম,কৃষকলীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল,যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম,উপজেলা কৃষকলীগ নেতা সাংবাদিক জিল্লুর রহমান জিল্লু,যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ ও মুরাদ চৌধুরী সুমন প্রমুখ।