প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২১, ৫:১৬ পি.এম
নদীতীরে মিলল নবনির্বাচিত মেম্বারের ভাতিজার রগকাটা লাশ
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলায় সৌরভ হোসেন (২৩) নামে এক সদ্য বিজয়ী ইউপি সদস্যের ভাতিজার পায়ের রগকাটা মৃতদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
সৌরভ হোসেন নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সানোয়ার হোসেনের ভাতিজা ও চামুন্ডাই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সৌরভ উপজেলার আফতাবগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
বুধবার (১ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামে তার নিজ বাড়ির পাশে নলশীষা নদীর তীরে পায়ের রগকাটা মৃতদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সৌরভ হোসেনের মৃতদেহ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
dainikajkermeghna.com