“বিচার চাবো একসাথে, ধর্ষকদের বিরুদ্ধে, বিবেক এবার ঘোমটা খোলো, নিরাপদে থাকুক সকল মা-বোন, বন্ধ হোক ধর্ষন ও নির্যাতন” প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা সদরের জিরো পয়েন্টে সামাজিক সংগঠন ভয়েস অফ ইউয়ূথ এর আয়োজনে প্রায় ঘন্টাকাল ব্যাপী এই মানব বন্ধনে সারা দেশে ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।
এসময় ভয়েস অফ ইউয়ূথ সভাপতি হাসিনুজ্জামান হাসিব সাধারণ সম্পাদক অপু রাসেল সহ ওই সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।