দভয়াবহ দাবানলে পুড়ছে ব্রাজিলের আমাজন। আগের চেয়ে দ্রুত গতিতে দাবানল ছড়িয়ে পড়ায় চরম হুমকিতে রয়েছে গহীন এই অরণ্য।
অব্যাহত দাবানলে গেলো কয়েকদিনে কয়েক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এতে হুমকির মুখে পড়েছে আদিবাসী বিভিন্ন গোষ্ঠীর মানুষ। ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছে সাও পাওলো শহরও।
দিনের বেলায় অনেককে আলো জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। অগ্নিকাণ্ডের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট দুষছেন বেসরকারি এনজিওগুলোকে। যদিও এনজিওরা দায়ী করছে ব্রাজিল সরকারের উন্নয়ন নীতিকে।
আমাজনে বারবার আগুনের লাগার ঘটনাকে বৈশ্বিক সমস্যা বলে অবহিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।