এক সাগর রক্তের বিনিময় অর্জিত বিজয়ের আনন্দ দেশের গন্ডি পেরিয়ে প্রবাসিদেরও উদ্বেলিত করেছে। দ্বীপ রাষ্ট্রের রাজধানী মালে শহরে আ.লীগের প্রবাসি সংগঠনের উদ্যোগে মালদ্বীপস্থ হাইকমিশনারের আয়োজনে গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১ টায় ৪৯ তম মহান বিজয় দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বিজয় উদযাপনে প্রবাসিদের মিলন মেলা দেখে মনে হচ্ছিলো ‘এ যেনো এক টুকরো বাংলাদেশ! ‘ পরে বিজয় অর্জনের তাৎপর্য তুলে মালে শহরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস এর হাইকমিশনার নাজমুল হাসান স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য ও অসামান্য অবদানের কথা তুলে ধরেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, মালদ্বীপস্থ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দুলাল আহমেদ, সাধারণ সম্পাদক ও দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামের সন্তান,মালদ্বীপস্থ ইয়েস বাংলার প্রেসিডেন্ট মো. মোখলেস আখন্দসহ আরও অনেকে।