কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ২৫০ জন প্রবাসীদের নিয়ে দাউদকান্দি পৌর এলাকা ৯ নং ওয়ার্ড দৌলদ্দি গোল্ডেন প্রবাসী কল্যাণ সংস্থার শুভ উদ্বোধন ও দোয়া আয়োজন করা হয়। এক ঝাঁক তরুণের উদ্যোগে অরাজনৈতিক সংগঠন মানব কল্যাণের জন্য প্রবাসীদের কষ্টের অর্জিত টাকায় এই সংগঠনটি চলে। সংগঠনের সদস্যরা বলেন আমরা সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি, আমরা চাই আমাদের মত করে সমাজের বিত্তবান ব্যক্তিরা যেন যার যার অবস্থান থেকে নিজ নিজ এলাকায় অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়ায়,এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কারণ মানবসেবাই হচ্ছে সবচেয়ে কল্যানকর কাজ।
এ সময় মাদ্রাসার সকল ছাত্রদের জন্য খাবারের আয়োজন করা হয় এবং এলাকার সকলের কাছে দোয়া চেয়েছেন এই সংস্থাটির সদস্যরা। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হোসেন মিয়াজী,সিনিয়র সিনিয়ার সহ-সভাপতি, নিজাম বেপারী, ও আলহাজ্ব খোরশেদ আলম, সহ-সভাপতি
মোহাম্মদ সিদ্দিক প্রধান, মিনার হোসেন, ইব্রাহিম খলিল, বাবলু ভূঁইয়া,মোঃ জালাল,
সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সরকার, কাজী জাফর, মোজাম্মেল মুন্সি, সজীব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক- জহিরুল ইসলাম সহ- সাংগঠনিক সম্পাদক সাদাম চৌধুরী,শাহজালাল, রিগান মুন্সি, দিলবার প্রধান,তাজিম,সোহেল চৌধুরী, শরিফ, জাহিদ, কবির,হেলাল মুন্সি, সোহেল রানা,বছির,আনাছ, জামান,স্বিপন, মাসুম সরকার,
আরো অনেকেই এই সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।