করোনা ভাইরাস জনিত কারণে কর্মহীন, অসহায় শ্রমজীবীদের মধ্যে বালাগঞ্জ উপজেলার গহরপুর ব্লাড ফাইটার্সের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণের প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার মোরারবাজারস্থ সংগঠনের কার্যালয় থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুর রহমান তুহেল।
সংগঠনের সাধারণ সম্পাদক আজমল আলীর পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি শাহ আলম, সুমন আহমদ, নাজমুল হোসেন শাহরিয়া, সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, জাহিদ হাসান, অর্থ সম্পাদক গোলজার আহমদ জাকারিয়া, সহ অর্থ সম্পাদক নূরুল আমিন, জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন, দফতর সম্পাদক জামিল আহমদ, সহ দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক সালেহ আহমদ রাজিব, সম্মানীত সদস্য শাহিদুর রহমান, জুবের আহমদ, খালেদ আহমদ, ইমরান আহমদ, মুস্তাকিম, মাহিন, লুৎফুর, খায়রুল ইসলাম নাঈম, কামরান, রুহুল আমিন, শাহাবুল ইসলাম আরিফ, হাবিবুর রহমান, সাব্বির আহমদ রাহি, সাইফুল ইসলাম, ফরহাদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে আয়োজিত অনুষ্ঠানে দেওয়ান বাজার ইউনিয়নের ১শ ৫৫টি পরিবারের মধ্যে চাল, ডাল, আটা, আলু, সোয়াবিন তেল, লবণ, পেঁয়াজ, ডেটল সাবান প্রভৃতি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের স্বেচ্ছাসেবকরা ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, গৃহপরিচারিকা, বিধবা এবং অসুস্থদের বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
সংগঠনের প্রবাসী সদস্য ফয়জুর রহমান, তানভির রহমান, মুহাম্মদ শহীদুর রহমান, রুহুল আলম, রায়হান আহমদ, আবুল মিয়া, রেজু খান, তৌকির আহমদ, সালেহ আহমদ, রাজু তালুকদার, মুসা আহমদ, উপদেষ্টা ম-লির সদস্য এনায়েতুর রহমান রাজু, মোহাম্মদ ছালিকুর রহমান, গোলাম মোস্তফা, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, ইউপি সদস্য মো. আহমদ আলীসহ সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতায় প্রায় ১লাখ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।